ঢাকা, অক্টোবর ১৪, : বাংলাদেশ গলফ ফেডারেশনের তত্ত্বাবধানে ভাল গলফার বাছাইয়ের উদ্দেশ্যে ১৩ হতে ১৪ অক্টোবর ২০২২ দুদিনব্যাপী বাংলাদেশ গলফ ফেডারেশনের অধিভূক্ত দেশের খ্যাতমান ১২টি গলফ ক্লাবের মধ্যে অনুষ্ঠিত শেখ রাসেল ৬ষ্ঠ ফেডারেশন কাপ গলফ চ্যাম্পিয়নশীপ ২০২২’ অদ্য কুর্মটোলা গলফ ক্লাবে সমাপ্ত হয়। উক্ত প্রতিযোগিতায় ৪৬ জন পুরুষ, ৩০ জন মহিলা এবং ৩২ জন জুনিয়রসহ মোট ১০৮ জন গলফার অংশগ্রহণ করেন। জিওসি ও এরিয়া কমাণ্ডার লজিস্টিক্স এরিয়া এবং বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলাম, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের মধ্যে অদ্য ১৪ অক্টোবর ২০২২ তারিখ ১৫৩০ ঘটিকায় পুরস্কার বিতরণ করেন। টুর্ণামেন্টে অংশগ্রহণকারী সম্মানিত সদস্যগণ ছাড়াও বাংলাদেশ গলফ ফেডারেশনের যুগ্ম সচিব কর্ণেল মোঃ শহিদুল হক (অবঃ), চীফ কোঅর্ডিনেটর লেঃ কর্ণেল আহসান আজিজ (অবঃ) এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Related Posts
Advertisements

Advertisements

Recent Posts



যশোর গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব: সবুজের মায়ায় গলফের অন্য এক ভুবন
January 12, 2026

৯ হোলের গণ্ডি পেরিয়ে জলসিঁড়ি গলফ ক্লাবঃ এক বিশ্বমানের গলফ হাব
January 12, 2026

জালালাবাদ গলফ ক্লাব: প্রকৃতির কোলে গলফের নতুন ঠিকানা
January 11, 2026






















