Advertisements

জালালাবাদ গলফ ক্লাব: প্রকৃতির কোলে গলফের নতুন ঠিকানা

সিলেটের চা–বাগান আর টিলার বুকেই জন্ম নিচ্ছে বাংলাদেশের নতুন গলফ গন্তব্য—জালালাবাদ গলফ ক্লাব। শহরের কোলাহল থেকে কয়েক মিনিট দূরে, জালালাবাদ ক্যান্টনমেন্টের বটেশ্বর এলাকায় অবস্থিত এই নয়–হোলের কোর্সে পা রাখলেই অনুভূত হয় এক ভিন্ন জগৎ। পাশে চা–গাছের সারি, প্রাকৃতিক নীরবতা মিলিয়ে এখানে গলফ যেন কেবল একটি খেলা নয়, হয়ে ওঠে প্রকৃতির সঙ্গে একান্ত সময় কাটানোর উপলক্ষ।

এই ক্লাবের যাত্রা শুরু হয়েছিল ২০০৩ সালের ২৮ জানুয়ারি ‘প্র্যাকটিস গলফ কোর্স জালালাবাদ’ নামে। তখন এটি ছিল একটি ড্রাইভিং রেঞ্জ ও তিন–হোলের ছোট পরিসরের কোর্স। স্থানীয় গলফার ও সামরিক কর্মকর্তাদের আগ্রহে ধীরে ধীরে এর বিস্তার ঘটে। ২০০৯–১০ সালের মধ্যেই এটি পূর্ণাঙ্গ নয়–হোল কোর্সে রূপ নেয় এবং ২০১১ সালে আনুষ্ঠানিকভাবে নামকরণ হয় ‘জালালাবাদ গলফ ক্লাব’।

বর্তমানে প্রায় ৮৬ একর জায়গাজুড়ে বিস্তৃত এই কোর্সের একাংশ লিজ নেওয়া হয়েছে বন বিভাগ ও হাবিব নগর চা–বাগান থেকে। পুরো ব্যবস্থাপনা পরিচালনা করছে স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স (এসআই অ্যান্ড টি)। নিয়মিত খেলোয়াড়দের জন্য মোট দৈর্ঘ্য ২,৫৬৯ গজ এবং নারী গলফারদের জন্য ২,২১২ গজ—যা নবীনদের জন্য স্বাচ্ছন্দ্যপূর্ণ হলেও অভিজ্ঞদের জন্যও যথেষ্ট চ্যালেঞ্জিং।

জালালাবাদ গলফ ক্লাবের মূল শক্তি এর প্রাকৃতিক ভূপ্রকৃতি। এখানে কৃত্রিম সৌন্দর্যের চেয়ে প্রকৃতির সৌন্দর্যই বেশি। চা–বাগান ঘেরা ফেয়ারওয়ে ও গ্রিন, উঁচু–নিচু টিলার কারণে ভিন্ন ভিন্ন ভঙ্গিতে শট নেওয়ার প্রয়োজন, ছরা  বা খালগুলো প্রতিটি অ্যাপ্রোচ শটকে করে তোলে আরও চ্যালেঞ্জিং।

উঁচু টিলায় অবস্থিত প্রথম হোল থেকেই বোঝা যায়, এটি কোনো সাধারণ লেআউট নয়। পাহাড়ঘেরা চতুর্থ হোলটি অনেকের কাছে সিগনেচার স্পট। ষষ্ঠ হোলের ডগ–লেগ ভুল সিদ্ধান্তের শাস্তি দেয় কঠিনভাবে, বিশেষ করে অষ্টম হোলের ছরা পার হওয়ার শট, খেলোয়াড়দের শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখতে বাধ্য করে। এখানে একটি ভুল শটই বদলে দিতে পারে আপনার পুরো রাউন্ডের চিত্র।

খেলার পর বিশ্রামের জন্য রয়েছে লাল ছাদের আধুনিক ক্লাবহাউস। লকার রুম, আধুনিক ওয়াশরুম, নামাজের কক্ষ ও  কনভেনশন হল—সব মিলিয়ে এটি কেবল গলফ খেলার জায়গা নয়, বরং একটি সামাজিক মিলনকেন্দ্র হিসেবে গড়ে উঠছে। ক্লাবহাউসের পাশের সানসেট পয়েন্টটি ইতিমধ্যেই সদস্যদের প্রিয় আড্ডাস্থল হয়ে উঠেছে। এছাড়া পাঁচটি কটেজ নির্মাণের কাজ প্রায় শেষ, যা ভবিষ্যতে ওভারনাইট থাকার সুবিধা দেবে।

জালালাবাদ গলফ ক্লাব অবস্থান করছে জাফলং–তামাবিল যাওয়ার পথে। জাফলং, রাতারগুল, লালাখাল কিংবা পদ্মাবিল হাওড়, সবই খুব কাছাকাছি। বর্তমানে ঢাকা–সিলেট–তামাবিল মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ চলছে। এটি শেষ হলে ঢাকার সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে এবং উইকএন্ডে গলফ ও ভ্রমণের নতুন গন্তব্য হয়ে উঠবে এই ক্লাব।

 

জাফলং–লালাখাল ভ্রমণের পথে, আপনার পরবর্তী গলফ রাউন্ড শুরু হোক এখান থেকেই।

 

সদস্যপদ ও অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ—মোবাইল: ০১৭৬৯–১৮৩৬৪২।

লেখা- নজরুল হোসেন অয়ন 

লেখক একজন গলফার এবং দ্য গলফহাউস ম্যাগাজিনের সম্পাদক২০১৫ সাল থেকে বাংলাদেশের একমাত্র মাসিক গলফ ম্যাগাজিন হিসেবে দেশজুড়ে গলফকে সহজলভ্য করতে কাজ করে চলেছে এই প্রকাশনা।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Related Posts

Advertisements
Advertisements

Popular Posts

Advertisements