বসুন্ধরা গলফ অ্যারেনার নির্মাণ কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। নির্মিত হওয়ার পর এটিই হবে দক্ষিণ এশিয়ার সর্বাধুনিক গলফ ড্রাইভিং রেঞ্জ।
যুক্তরাষ্ট্রের টপ গলফ ড্রাইভিং রেঞ্জের আদলে বসুন্ধরা গলফ ড্রাইভিং রেঞ্জে থাকবে ১৮ হোলের মিনি গলফ কোর্স। চীন সিঙ্গাপুর আরব আমিরাতের পর এটিই হবে কোন দেশে প্রথম রাত্রিকালীন গলফ খেলার সর্বাধুনিক সুবিধা সম্পন্ন গলফ কোর্স।
ক্যাসেল নাইট থিমকে অবলম্বন করে নির্মাণ করা হচ্ছে এই গলফ ক্লাব।
এই গলফ ড্রাইভিং রেঞ্জে থাকবে মার্শাল কন্টেস্ট শুটিং রেঞ্জসহ বিচিত্র অভিজ্ঞতার গলফ অভিযানের সুযোগ। একসাথে ১৪২ জন গলফার খেলতে পারবেন এই রেঞ্জে। ১০২টি হিটিং বয়েস, ১৭ ভিভিআইপি প্রাইভেট রুম, বিজনেস রুম, রেস্টুরেন্ট, জিম, সিমুলেটরস গেমস, কার্ড সিডস গেমসহ বিনোদনের বিপুল আয়োজন থাকবে এই গলফ রেঞ্জে। বসুন্ধরা গলফ অ্যারেনার পুরোটাই হবে অটোমেশন দ্বারা নিয়ন্ত্রিত।
মিলাদ ও মোনাজাতের মাধ্যমে বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে দুপুরে এর নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব ইমরুল হাসান, মোহাম্মাদ আব্দুল্লাহ আবু তৈয়ব, মোহাম্মাদ আমানউল্লাহ, নাজমুল হক, মোহাম্মাদ তুহিন, প্রকৌশলী ইসমাইল হোসেনসহ বসুন্ধরা গ্রুপের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
You made some decent points there. I looked on the internet for the problem and found most individuals will go along with together with your website.