জাতীয় অ্যামেচার র্যাংকিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন সোনিয়া আক্তার ও আবু বকর সিদ্দিক। বাংলাদেশ গলফ ফেডারেশন আয়োজিত তিন দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেন সারা দেশের ১৭টি গলফ ক্লাবের ৭২ জন অ্যামেচার গলফার।
পুরুষ এককে চ্যাম্পিয়ন সৈনিক আবু বকর সিদ্দিক পারের চেয়ে ৫ শট বেশি খেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। নারী এককে বাজিমাত করে দিয়েছেন সৈনিক সোনিয়া আক্তার। কুর্মিটোলা গলফ ক্লাবে আজ মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বাংলাদেশ গলফ ফেডারেশনের কার্যনিবার্হী কমিটির সদস্য ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আনিসুজ্জামান, বীর প্রতীক। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের অর্গানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সানাউল হক।
শিরোপা জয়ের পর আবু বকর সিদ্দিক বলেন, ‘আমার স্বপ্ন অনেক বড় গলফার হওয়া। এরপর আমি পেশাদার হব। তখন যেন বাংলাদেশের পতকা বহন করতে পারি। গলফার হিসেবে দেশের সম্মান বয়ে আনতে পারি।’
নারী এককে চ্যাম্পিয়ন সোনিয়া আক্তার বলেন, ‘খুবই ভালো লাগছে। যেকোনো শিরোপা জয়ই অনেক আনন্দ দেয়। র্যাংকিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া অনেক বড় প্রাপ্তি।’
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Related Posts
Advertisements

Advertisements

Recent Posts




Siddikur Rahman Climbs Leaderboard with Strong 67 at Bharath Classic
November 30, 2025


Josele Ballester Captures Victory at PIF Saudi International
November 23, 2025





