Advertisements

শিরোপা জিতলেন বাংলাদেশের জামাল হোসেন

ভারী বর্ষণে চূড়ান্ত রাউন্ড বাতিল হয়ে যাওয়ায় এনএসএল লাক্স প্রেজেন্টস তেলেঙ্গানা গোলকোন্ডা মাস্টার্স ২০২৫-এর শিরোপা জিতলেন বাংলাদেশের জামাল হোসেন। শুক্রবার হায়দরাবাদ গলফ অ্যাসোসিয়েশনে (এইচজিএ) ৫৪ হোল শেষে অর্জিত স্কোরের ভিত্তিতেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় তাঁকে।

তৃতীয় রাউন্ড শেষে ২৩ আন্ডার পার ১৮৭ স্কোর নিয়ে চার শটের লিডে ছিলেন জামাল। ৬১, ৬২ ও ৬৪ স্কোর করে এগিয়ে ছিলেন শুরু থেকেই। এ জয় তাঁর ক্যারিয়ারের ষষ্ঠ এবং গত বছরের নভেম্বরে সর্বশেষ শিরোপা জেতার পর প্রথম সাফল্য। ৪০ বছর বয়সী ঢাকার এই গলফার ১৫ লাখ রুপি প্রাইজমানি জিতে পিজিটিআই অর্ডার অব মেরিট তালিকায় ১৪তম স্থান থেকে উঠে এসেছেন ১০ম অবস্থানে।

টুর্নামেন্ট শেষে জামাল বলেন, “এই মৌসুমে কয়েকবার কাছাকাছি গিয়েও জিততে পারিনি। অবশেষে শিরোপা জেতায় খুবই আনন্দিত। আবহাওয়া আমাদের হাতে নেই, তবে আমি পুরো সপ্তাহ ধরে ধারাবাহিক খেলেছি। ড্রাইভিং আর পাটিং আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। প্রথম রাউন্ডের ৬১ স্কোরই আসলে টুর্নামেন্টটা তৈরি করে দিয়েছে।”

তিনি আরও বলেন, “আমার পরের লক্ষ্য দিল্লিতে ডিপি ওয়ার্ল্ড ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপে ভালো খেলা। আমি মনে করি, সেই আসরের জন্য ধীরে ধীরে আমার ফর্ম তৈরি হচ্ছে।”

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Related Posts

Advertisements
Advertisements

Popular Posts

Advertisements