Thursday, September 21, 2023
- Advertisement -spot_img
Homeবাংলাসাকিবের ই-কমার্স প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন দেশসেরা গলফার সিদ্দিকুর

সাকিবের ই-কমার্স প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন দেশসেরা গলফার সিদ্দিকুর

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নামা লেখালেন বাংলাদেশের শীর্ষস্থানীয় গলফার সিদ্দিকুর রহমান। ২ সেপ্টেম্বর মোনার্ক মার্ট অফিসে দুই পক্ষে মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সাক্ষর হয়েছে।

দেশের শীর্ষস্থানীয় গলফার সিদ্দিকুর রহমান আগামী দুই বছর মোনার্ক মার্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন। রাজধানীর মতিঝিল এলাকায় অবস্থিত সিটি সেন্টারে মোনার্ক হোল্ডিংস-এর হেড অফিসে এ বিষয়ে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। প্রায় ৯ বছর পর কোন স্পন্সর পেয়ে, উচ্ছ্বসিত সিদ্দিকুর। জানিয়েছেন, এর ফলে, আন্তর্জাতিক আসরগুলোতে আরো ভালো করার তাড়না পাবেন।

গলফার হয়ে ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া নিয়ে সিদ্দিকুর রহমান বলেন,

“দেশে ই-কমার্সের প্রসার প্রতিনিয়ত বাড়ছে। সাকিব আল হাসানের মোনার্ক মার্টের সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আশা করছি দেশের ই-কমার্সকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে মোনার্ক মার্ট।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ গলফ ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি কর্নেল মো. শহিদুল হক (অব.), বাংলাদেশ প্রফেশনাল গলফার অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি মেজর মাহমুদ (অব.), মোনার্ক মার্টের চিফ অপারেটিং অফিসার মো. জাহেদ কামাল, হেড অফ কমার্শিয়াল তানবিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ক্রিকেটের সাথে আগে থেকেই যুক্ত থাকা এ প্রতিষ্ঠানটি এবার গলফের সাথেও নাম লেখালো। দেশসেরা গলফার গলফার সিদ্দিকুর রহমানকে তারা দুই বছরের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করলো।

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -spot_img

Most Popular

professional

- Advertisment -spot_img

Most Popular