জামালের শিরোপা

র‌্যাডিয়েন্ট ওপেন গলফের শিরোপা জিতেছেন জামাল হোসেন মোল্লা। সাভার গলফ ক্লাবে হওয়া বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএ) এই টুর্নামেন্টে চার রাউন্ডে ২৫ আন্ডার পার খেলেছেন তিনি। জামালের সঙ্গে শিরোপা লড়াইয়ে থাকা বাদল হোসেন ২৩ আন্ডার পারে হয়েছেন রানার্স আপ।