কুমিল্লা সেনানিবাসের ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবে উদ্বোধন করা হয়েছে ২য় পপুলার লাইফ ইন্সুরেন্স কাপ গলফ টুর্নামেন্ট। শুক্রবার সকালে ময়নামতি গলফ কান্ট্রি ক্লাবের মাঠে রঙ্গিন বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবের সভাপতি এবং জিওসি ৩৩ পদাতিক ডিভিশন মেজর জেনারেল মো. মাইনুর রহমান, এসইউপি, এডব্লিউসি, পিএসসি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্সুরেন্সের সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আলমগীর ফিরোজ। টুর্নামেন্টে ময়নামতি গলফ ক্লাব, ভাটিয়ারী গলফ ক্লাব, কুর্মিটোলা গলফ ক্লাবসহ দেশের বিভিন্ন গলফ ক্লাবের শতাধিক গলফার অংশ নেন। টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন জিওসি মো. মাইনুর রহমান ও পপুলার লাইফ ইন্সুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও বিএম ইউসুফ আলী।

1 COMMENT

  1. Pretty section of content. I just stumbled upon your web site and in accession capital to assert that I get actually enjoyed account your blog posts.
    Anyway I will be subscribing to your augment and even I achievement you access consistently fast.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here