প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দেশের আন্তক্লাব পেশাদার গলফ টুর্নামেন্ট। রাজধানীর কুর্মিটোলা গলফ কোর্সে হওয়া এই আসরে ১৭টি গলফ ক্লাবের পেশাদার গলফাররা অংশ নেন। জাকজমকপূর্ণ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে স্বাগতিক কুর্মিটোলা গলফ ক্লাব।
মোহাম্মদ রাসেল, মো. বাবুল হোসেন, মো. লিটন মিয়া ও মো. আবদুর রহমানকে নিয়ে গড়া কুর্মিটোলা দল পারের চেয়ে ৩৬ শট বেশি খেলে শিরোপা জেতে। পারের চেয়ে ৩৯ শট বেশি খেলে রানার্সআপ হয়েছে আর্মি গলফ ক্লাব। তৃতীয় হয়েছে বিপিজিএ (জি-টিম), যারা খেলেছে পারের চেয়ে ৪০ শট বেশি।
আর্মি দলের হয়ে খেলেছেন সবুজ হোসেন, মো. জিয়া, মো. রাজু ও মো. সুজন। বিপিজিএ দলে ছিলেন মো. শাজামাল, মো. মুন্না, মেহেদী হাসান ও মোহাম্মদ মুসা।
শিরোপা জয়ের পর কুর্মিটোলা দলের মোহাম্মদ রাসেল বলেন, ‘প্রথমবারের মতো এমন টুর্নামেন্ট হওয়ায় খুবই ভালো লাগছে। আরও আনন্দের বিষয়, প্রথম আসরেই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমরা ইতিহাসের অংশ হয়ে গেলাম। নিয়মিত এ ধরনের প্রতিযোগিতা হলে স্থানীয় পেশাদাররা নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পাবে। এতে বাংলাদেশের গলফও এগিয়ে যাবে।’













